মল্লারপুর নঈসুভা, গুঞ্জ এর সি এফ ডব্লিউ প্রকল্পের সহযোগিতায় মেটালডাঙ্গা গ্রামের সদস্য দের নিয়ে মিটিং এর মাধ্যমে কাজ ঠিক করে সেই কাজ কে বাস্তবায়ন করা।
সি এফ ডব্লিউ (ক্লোথ ফর ওয়ার্ক) গুঞ্জ এর একটি প্রকল্প যেখানে গ্রামের মানুষদের সহযোগিতায় তাদের গ্রামের উন্নয়ন করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া।
ব্যবহৃত নয় এমন ঝোপঝাড় প্রবন জায়গা কে চিন্নিত করে, সেটিকে প্রকল্পের মাধ্যমে পরিষ্কার করার পর বাঁশের মাচা তৈরী করা হয় যার ফলে গ্রামের সকলে একসাথে বসে আড্ডা, গল্প এবং আলোচনা করতে পারছেন।